Ajker Patrika

মেলান্দহে আওয়ামী লীগের কার্যালয়ে বালককে ধর্ষণের অভিযোগে মামলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০: ০১
মেলান্দহে আওয়ামী লীগের কার্যালয়ে বালককে ধর্ষণের অভিযোগে মামলা

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভেতরে আট বছরের এক বালককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। দুই দিন আগের ওই ঘটনায় শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মেলান্দহ থানায় মামলা করেন শিশুটির বাবা। 

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার মালঞ্চ বাজারে পাশেই নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

অভিযুক্ত বিশু মিয়া (৪৫) নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিয়ন। তাঁর বাড়ি শেরপুর জেলায়, তিনি মালঞ্চ এলাকায় বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই থাকছেন।

 
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবারের সঙ্গে বিশু মিয়ার ওঠাবসা রয়েছে। আওয়ামী লীগের কার্যালয় ও শিশুটির বাড়ি পাশাপাশি। গত বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে শিশুটিকে কৌশলে আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ডেকে নেন বিশু। এরপর মুখ চেপে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা জানালে সমঝোতা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সমঝোতা না হওয়ায় শিশুটির বাবা পরে মামলা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আজ (শনিবার) রাতে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার পর থেকেই আসামি পলাতক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত