Ajker Patrika

স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্কুলছাত্র নয়ন মিয়া (১২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন, উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২২) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে আসাদুল হক (২৪)।

থানা-পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। 

থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, গত রোববার রাতে পানগাঁও গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নয়নের বাবা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার কলিজার টুকরা একমাত্র ছেলেকে যারা খুন করছেন, তাঁদের ফাঁসি চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত