Ajker Patrika

তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯: ৫৭
তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির মামলায় তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পলাতক ছিলেন আব্দুল কাদির (৫০)। অবশেষে গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ময়মনসিংহ কোর্টের মাধ্যমে আব্দুল কাদিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল কাদির উপজেলার খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। 

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় ২০১৩ সালে আব্দুল কাদিরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে আদালতে আর হাজিরাও দেননি। ওই মামলায় আব্দুল কাদিরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। 

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর আব্দুল কাদিরকে খুঁজতে মাঠে নামে পুলিশ। পরে গতকাল দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগের একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত