Ajker Patrika

ট্রেনে পাথর ছোড়ার ছবি ভাইরাল, গ্রেপ্তার সেই ছিনতাইকারী

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২: ৫১
ট্রেনে পাথর ছোড়ার ছবি ভাইরাল, গ্রেপ্তার সেই ছিনতাইকারী

ময়মনসিংহে ট্রেনে পাথর ছোড়া শান্ত মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শান্ত মিয়া নগরীর কৃষ্টপুর দক্ষিণপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিরুপম নাগ বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ট্রেনে পাথর ছোড়ার ছবি ভাইরাল হয়। সেই পোস্ট কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামালের নজরে আসে। পরে তাঁর নির্দেশে অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করা হয়।’ 

এসআই বলেন, ‘ওদের একটি চক্র রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন যাবৎ চলন্ত ট্রেনের জানালার বাইরে দাঁড়িয়ে থেকে যাত্রীদের মোবাইল, সোনার চেইন, নারীদের ব্যাগ ছিনতাই করে নিয়ে যেত। এই চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘তাঁর (শান্ত মিয়া) বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত