Ajker Patrika

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

ময়মনসিংহে নির্বাচিত মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। এর আগে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম ও রিপন মিয়া।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৭ম ধাপের ইউপি নির্বাচনের দিন গত ৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি সকালে জয়ী মেম্বার আবুল বাশার ও তাঁর স্বজনদের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থী ফাখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় গতকাল রাতে নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলা দায়ের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত