কলেজের তালা ভেঙে লুটপাট ও হুমকির মামলায় সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে তালা ভেঙে কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৮) ও তাঁর ছোট ভাই ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।