Ajker Patrika

নড়াইলে রেললাইনের পাশে পড়ে ছিল রক্তাক্ত লাশ

নড়াইল প্রতিনিধি 
সোহানুর রহমান সজীব। ছবি: সংগৃহীত
সোহানুর রহমান সজীব। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক যুবকের লাশ। আজ সোমবার সকালে কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে লাশটি পাওয়া যায়। ওই যুবকের নাম সোহানুর রহমান সজীব (২৫)। তিনি জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। আজ দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল এবং খুলনা রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা-পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পিবিআই যশোরের একটি দল লোহাগড়া থানায় এসে তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় জিআরপি থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত