চুয়াডাঙ্গার জীবননগরে টিনের চাল কেটে এক রাতে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জীবননগর পৌর বাজারের চ্যাংখালী ও হাসপাতাল সড়কের পাশের এই দোকানগুলোতে চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, চোররা দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা ও এক জোড়া আট আনা স্বর্ণের চুড়ি চুরি করে নিয়ে গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে চ্যাংখালী সড়কের সাহারা হার্ডওয়্যার, মেসার্স শরিফ স্টোর, আল্লাহর দান ইলেকট্রনিকস, পারভেজ হার্ডওয়্যার, তৌফিক হার্ডওয়্যার, তমা ক্লথ স্টোর, জুয়েল ইলেকট্রনিকস, সবুজ ইলেকট্রনিকস এবং হাসপাতাল সড়কের পাশের ফুড গার্ডেন রেস্টুরেন্ট, সরকার হোমিও হল ও দেলুয়ারের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তাঁরা। আজ রোববার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসেই দেখতে পায় ক্যাশ বাক্স ভাঙা। আর টিনের চাল কাটা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। যার অধিকাংশ ঘটনা পৌর শহরের মধ্যে ও আশপাশে। এসব ঘটনার কোনো প্রতিকার না হওয়ায় চুরি বাড়ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করলেও ২-৩ দিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ব্যবসায়ীরা মৌখিক অভিযোগ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। শহরে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।’
চুয়াডাঙ্গার জীবননগরে টিনের চাল কেটে এক রাতে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জীবননগর পৌর বাজারের চ্যাংখালী ও হাসপাতাল সড়কের পাশের এই দোকানগুলোতে চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, চোররা দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা ও এক জোড়া আট আনা স্বর্ণের চুড়ি চুরি করে নিয়ে গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে চ্যাংখালী সড়কের সাহারা হার্ডওয়্যার, মেসার্স শরিফ স্টোর, আল্লাহর দান ইলেকট্রনিকস, পারভেজ হার্ডওয়্যার, তৌফিক হার্ডওয়্যার, তমা ক্লথ স্টোর, জুয়েল ইলেকট্রনিকস, সবুজ ইলেকট্রনিকস এবং হাসপাতাল সড়কের পাশের ফুড গার্ডেন রেস্টুরেন্ট, সরকার হোমিও হল ও দেলুয়ারের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তাঁরা। আজ রোববার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসেই দেখতে পায় ক্যাশ বাক্স ভাঙা। আর টিনের চাল কাটা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। যার অধিকাংশ ঘটনা পৌর শহরের মধ্যে ও আশপাশে। এসব ঘটনার কোনো প্রতিকার না হওয়ায় চুরি বাড়ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করলেও ২-৩ দিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ব্যবসায়ীরা মৌখিক অভিযোগ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। শহরে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।’
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫