Ajker Patrika

চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জবেদা খাতুনকে (৪৫) এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত জবেদা খাতুন পিরোজখালী কাজিপাড়া এলাকার আসান আলীর স্ত্রী। নিহত গৃহবধূর স্বামী আসান আলী আলাদা থাকেন। 

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ছেলে মুকুল পরপর তিনটি বিয়ে করেন। তাঁর মারধরের কারণে সব স্ত্রী সঙ্গে বিচ্ছেদ হয়। শনিবার বিকেলে মায়ের সঙ্গে খাবার খেতে বসেন মুকুল হোসেন। এ সময় খাবার খাওয়া নিয়ে মায়ের সঙ্গে তর্কবিতর্ক হয় তাঁর। এ সময় উত্তেজিত হয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মুকুল। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মায়ের মৃত্যু হয়। 

পদ্মবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক দাবি করে বলেন, মুকুল মানসিকভাবে ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে চিকিৎসাও করছেন বলে জেনেছি। তিনি আরও বলেন, তাঁর তিন স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। প্রথম স্ত্রীর একটি সন্তানকে নিয়ে থাকত মুকুল। শনিবার বিকেলে খাবার খাওয়ার সময় মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে মাকে কুপিয়ে হত্যা করে সে। পরে মুকুলের সন্তান স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা এসে দেখে মায়ের মরদেহ মেঝেতে পড়ে আছে আর মুকুল পাশের ঘরে চেয়ারে বসে আছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘর থেকে অভিযুক্ত ছেলে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, মুকুল মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তকাজ চলছে, পরবর্তীতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত