ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া এ সব তথ্য নিশ্চিত করেন।
শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)। ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’
স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন। দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।
মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া এ সব তথ্য নিশ্চিত করেন।
শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)। ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’
স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন। দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।
মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫