Ajker Patrika

বাঁশবাগানে মিলল ১০ বোমা, ২০০০ বোমার সরঞ্জাম, গ্রেপ্তার ৪ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১: ৫৬
বাঁশবাগানে মিলল ১০ বোমা, ২০০০ বোমার সরঞ্জাম, গ্রেপ্তার ৪ 

যশোরের বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রাম থেকে ১০টি তাজা বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে বিস্ফোরকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন (২৬), একই গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২১), জমির মোড়লের ছেলে সজীব হোসেন (২৩) ও বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে আজগার আলী (৫০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগানে ১০টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম নিয়ে কয়েকজন বোমা তৈরি করছিল। এমন ঘটনা দেখে গ্রামবাসী তাদের ধাওয়া দিলে এসব জিনিস ফেলে রেখে তারা পালিয়ে যায়। 

পরে বেনাপোল পোর্ট থানা-পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে বাঁশবাগান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে। এ ঘটনায় পরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ৫ নম্বর পুটখালী ইউনিয়নের আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকেরা এসব বোমা তৈরি করছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহিষা ডাঙ্গা ও বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত