Ajker Patrika

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১: ১৬
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার সদর উপজেলার জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র নাঈম (১৩) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিখন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মেহেরপুরের রনি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে।

জানা যায়, গত রোববার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া পালপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় নাঈম। নিখোঁজের পরদিনই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে নাঈমকে ছাড়িয়ে নেওয়া জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে মোবাইলে শোনানো হয় নাঈমকে নির্যাতনের বর্ণনা। এ ঘটনায় গত সোমবার নাঈমের মা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নাইমের মায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারকাজ শুরু করেন র‍্যাব সদস্যরা। র‍্যাবের কার্যকলাপ টের পেয়ে অপহরণকারীরা বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় নাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে নাঈমকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে নাঈমের বাবা মিল্টন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান বলেন, নাঈমকে উদ্ধারের পর র‍্যাব সদস্যরা তাঁদের সোর্স ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপহরণকারী দলের মূল সদস্য লিখন মিয়াকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত