Ajker Patrika

কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সর্বশেষ এক নম্বরে ১৫৫ বার কল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ৪১
কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সর্বশেষ এক নম্বরে ১৫৫ বার কল

১৫৫ বার প্রেমিকের মুঠোফোনে কল দিয়েছে কিশোরী মালতী রানি বর্মণ। কিন্তু অপর প্রান্ত থেকে প্রেমিকের কোনো সাড়া না পাওয়ার অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজের শোয়ারঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার সকালে শ্যামনগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় নিহত মালতী রানির ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে শ্যামনগর উপজেলার রামনগর ইউনিয়নের মানিকখালী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সে দ্বিতীয়। সে পার্শ্ববর্তী ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

মালতী রানির পিতা শ্রীনিবাস বর্মণ বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের স্ত্রীকে নিয়ে তিনি ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে পাশে এক বাড়িতে যান। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে মালতীর কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে ঢোকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তাঁরা। 
 
নিহতের প্রতিবেশী ও নিকটাত্মীয়রা জানান, মালতীর মরদেহের পাশে থাকা তার ব্যবহৃত মুঠোফোন থেকে বিশেষ একটি নম্বরে ১৫৫ বার কল করা হয়েছিল। তবে এতবার কল দেওয়ার পরও অপর প্রান্ত থেকে রিসিভ না হওয়ায় ক্ষোভে, অভিমানে আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা। 

মালতীর সঙ্গে কারও প্রেমের সম্পর্কের বিষয়টি জানতেন না উল্লেখ করে নিহতের বাবাসহ নিকটাত্মীয়রা বলেন, ‘কাকে মালতী এতবার ফোন দিয়েছিল, তার নাম-পরিচয় সম্পর্কে কিছু জানি না। তবে দেড় শ বারেরও বেশি ফোন করা ওই নম্বরের ব্যক্তিকে বের করা গেলে মালতীর আত্মহত্যার কারণ জানা যাবে।’ পুলিশ নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে বলে তাঁরা জানিয়েছেন। 

এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুর রহমান বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহত কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তার মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত