Ajker Patrika

নারিকেল তেলে পামওয়েল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
নারিকেল তেলে পামওয়েল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে পামওয়েল মিশিয়ে নারিকেল তেল তৈরি এবং বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে তা বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকার মিম এন্টারপ্রাইজ নামের এক কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিভিন্ন ব্রান্ডের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়। 

জরিমানা দেওয়া ব্যবসায়ীর নাম নাসির উদ্দিন বালি। তাঁর বাড়ি কচুয়া উপজেলার হাজরাখালি গ্রামে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান বলেন, দীর্ঘ দিন ধরে নাসির উদ্দিন বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল নারিকেল তেল ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বাজারজাত করছিলেন। অথচ নারকেল তেলের উৎপাদন ব্যয় হিসাব করে দেখা যায়, প্রতি কেজির মূল্য ৮০০ থেকে ১০০০ টাকা। 

এ বিষয়ে ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি নারিকেল তেলে ভেজাল মেশানোর বিষয় স্বীকার করেন। এ সময় তাঁকে জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল্লাহ্ আল ইমরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত