Ajker Patrika

সিরিয়াল নিতেই ‘দুই হাজার টাকা ঘুষ’

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০১: ১৩
সিরিয়াল নিতেই ‘দুই হাজার টাকা ঘুষ’

বাগেরহাটের চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল নিবন্ধন করাতে শুধু সিরিয়াল নিতেই দুই হাজার টাকা লাগে বলে অভিযোগ উঠেছে। অন্যথায় কার্যালয় সহকারী দলিল-সংক্রান্ত কোনো কাগজপত্র জমা রাখেন না।

গতকাল বৃহস্পতিবার এসব অভিযোগে গ্রাহকসেবার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মো. তাওহিদুর রহমান নামের এক ব্যবসায়ী আইন মন্ত্রণালয়, বাগেরহাট জেলা প্রশাসক, জেলা সাবরেজিস্ট্রার,  নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাবরেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, তাওহিদুর রহমান ২৩ আগস্ট পূবালী ব্যাংকের একটি মটগেজ দলিল রেজিস্ট্রি সম্পাদনের জন্য চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। এ সময় চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সহকারী মো. আব্বাস আলী শেখ তাঁকে জানান, দলিল লেখক সমিতির সিরিয়াল ছাড়া তিনি দলিল জমা নিতে পারবেন না। তিনি (আব্বাস) তাঁকে দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মো. আলাউদ্দীন সরদারের কাছে যেতে বলেন। আলাউদ্দীন দলিল সম্পাদনের সিরিয়াল নিতে হলে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।

দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মীর মাসুদ হুসাইন বলেন, ‘আমি এবং আলাউদ্দীন এখানে ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছি। বন্ধকি চুক্তি দলিলে সমিতির ফি বাবদ দুই হাজার টাকা জমা নেওয়া হয়।’

আব্বাস আলী শেখ বলেন, ‘দলিল লেখক সমিতির কাছে আমরা জিম্মি। তাঁদের থেকে সিরিয়াল না নিলে আমি কোনো দলিল জমা নিতে পারি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আমি সাবরেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।’

জেলা সাবরেজিস্ট্রার রুহুল কুদ্দুস শিবলী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। অভিযোগটি আমলে নিয়েছি। দলিল লেখকদের সমস্যা, একটা জাতীয় সমস্যা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত