Ajker Patrika

মাকে হত্যার অভিযোগে ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৫৯
মাকে হত্যার অভিযোগে ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে আম্বিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছনকা গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খবির উদ্দীনের নেতৃত্বে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান (৪৫) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার বিউটি (৩৫)। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ শরিফুজ্জামান ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ল্লেখ্য, গত ৯ এপ্রিল ভোরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মরহুম আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুনের (৭০) রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। সরকারি চাকরিজীবী আনছার আলীর মৃত্যুর পর অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ৮ এপ্রিল দিবাগত রাতে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়ির দোতলার শয়নকক্ষে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৯ এপ্রিল রাতে নিহতের বড় ছেলে আইরিশ জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত