কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম চরপাড়া মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান মন্ডল চাঁদগ্রামের ওমর আলী মন্ডলের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন চাঁদগ্রামের নিহতের ভাই আনিসুজ্জামান ইউনুস মন্ডল (৪৮), আব্দুল খাল্লেক (৪৫), বাদশা মন্ডল (৪২) এবং ওই গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কার কুব্বাত (৩৫)। এর মধ্যে আহত কুব্বাতের পায়ের রগ কেটে যাওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাদঁগ্রাম চরপাড়ায় মাঠে ঘাস কাটতে যান আবু বক্কার। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে তাঁর পায়ে কোপ দেয়। এ ঘটনা দেখে আনিসুজ্জামান ইউনুস মন্ডল, আব্দুল খাল্লেক, বাদশা মন্ডল ও সিদ্দিকুর রহমান মন্ডল ঘটনাস্থলে যান। তখন প্রতিপক্ষের একজন কাছ থেকে গুলি ছুড়লে চারজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিকুর রহমানসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান মারা যান।
এদিকে জাসদের লোকজন হামলা করে হত্যা করেছে বলে নিহতের ভাই আবু বক্কার কুব্বাত দাবি করেছেন। তিনি বলেন, ‘চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে জাসদ এ হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে আমার ভাই সিদ্দিকুর রহমান মারা গেছে। আমরা তিন ভাই গুলিবিদ্ধ হয়েছি। কুব্বাতের পায়ে কোপ লেগেছে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ‘দলীয় নয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়।’
এ বিষয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও চাঁদ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জাসদকে জড়ানোর জন্য একটি পক্ষ রাজনৈতিক অপকৌশল চালাচ্ছে। এটি গোষ্ঠীগত কোন্দল। এ ধরনের কোন্দল এই এলাকায় ৫০ বছর ধরে চলে আসছে। গোষ্ঠীর কোন্দলে ইতিপূর্বে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম চরপাড়া মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান মন্ডল চাঁদগ্রামের ওমর আলী মন্ডলের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন চাঁদগ্রামের নিহতের ভাই আনিসুজ্জামান ইউনুস মন্ডল (৪৮), আব্দুল খাল্লেক (৪৫), বাদশা মন্ডল (৪২) এবং ওই গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কার কুব্বাত (৩৫)। এর মধ্যে আহত কুব্বাতের পায়ের রগ কেটে যাওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাদঁগ্রাম চরপাড়ায় মাঠে ঘাস কাটতে যান আবু বক্কার। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে তাঁর পায়ে কোপ দেয়। এ ঘটনা দেখে আনিসুজ্জামান ইউনুস মন্ডল, আব্দুল খাল্লেক, বাদশা মন্ডল ও সিদ্দিকুর রহমান মন্ডল ঘটনাস্থলে যান। তখন প্রতিপক্ষের একজন কাছ থেকে গুলি ছুড়লে চারজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিকুর রহমানসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান মারা যান।
এদিকে জাসদের লোকজন হামলা করে হত্যা করেছে বলে নিহতের ভাই আবু বক্কার কুব্বাত দাবি করেছেন। তিনি বলেন, ‘চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে জাসদ এ হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে আমার ভাই সিদ্দিকুর রহমান মারা গেছে। আমরা তিন ভাই গুলিবিদ্ধ হয়েছি। কুব্বাতের পায়ে কোপ লেগেছে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ‘দলীয় নয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালায়।’
এ বিষয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও চাঁদ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জাসদকে জড়ানোর জন্য একটি পক্ষ রাজনৈতিক অপকৌশল চালাচ্ছে। এটি গোষ্ঠীগত কোন্দল। এ ধরনের কোন্দল এই এলাকায় ৫০ বছর ধরে চলে আসছে। গোষ্ঠীর কোন্দলে ইতিপূর্বে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫