Ajker Patrika

কোয়ারেন্টিনে তরুণীকে ধর্ষণের অভিযোগে এএসআই গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২১, ১৯: ৩৩
কোয়ারেন্টিনে তরুণীকে ধর্ষণের অভিযোগে এএসআই গ্রেপ্তার

সদর (খুলনা): কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি এএসআই মোখলেছ গত ১ মে থেকে পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর মশিয়ালি এলাকার বাসিন্দা ওই তরুণী গত ৪ মে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টিনে রাখা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে চাঁদ রাত এবং ১৫ মে রাতে এএসআই মোখলেছ দুই দফায় তাঁকে ধর্ষণ করেন।

আজ সোমবার ওই তরুণী বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। মামলার পরপরই খুলনা থানা পুলিশ এএসআই মোখলেছকে গ্রেপ্তার করেছে। এরপর কঠোর গোপনীতার মধ্য দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পাশাপাশি সাময়িক বরখাস্তও করেছে কেএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত