প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দ্বন্দ্বের জেরে পচে গেল দরিদ্রদের সহায়তার ১০ টাকা কেজি দরের চাল। গতকাল রোববার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান উপজেলার রাধানগর বাজারের একটি বন্ধ দোকান থেকে ছয় বস্তা পচা চাল উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইফুল মণ্ডল ওই ইউনিয়নের তালিকাভুক্ত ডিলার। তিনি রাধানগর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পরেশ চন্দ্র রাউতের ঘর ভাড়া নিয়ে ১০ টাকা কেজি দরের চাল বিক্রয় করছিলেন। কিন্তু ঘর ভাড়া নিয়ে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হলে গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে পরেশ রাউত ঘরে তালা ঝুলিয়ে দেন। তখন ঘরে প্রতিটি ৫০ কেজি ওজনের ছয় বস্তা চাল পড়ে ছিল। নয় মাস সেভাবেই থাকে। এতে চালগুলো পচে নষ্ট হয়ে গেছে। বঞ্চিত হয়েছেন অতি দরিদ্র মানুষেরা। স্থানীয় অনেকেই এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিলার যুবলীগ নেতা সাইফুল মণ্ডল বলেন, রাজনৈতিক ভাবে আমাকে বিপদে ফেলার জন্য ঘরে তালা মেরে দেওয়া হয়েছে। তবে বন্ধ ঘরে থাকা সমপরিমাণ চাল বাজার থেকে কিনে করে বিতরণ করেছি। কাউকে বঞ্চিত করা হয়নি।
অন্যদিকে ঘর মালিক আওয়ামী লীগ নেতা পরেশ রাউত অভিযোগ অস্বীকার করে বলেন, এই ডিলারের বিরুদ্ধে চাল বিতরণে আরও অনেক অনিয়মের অভিযোগ আছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সেসব অভিযোগ লিখিত আকারে জানানো হয়েছে। অবিলম্বে তার ডিলারশিপ বাতিল করা দরকার।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে পচে যাওয়া ছয় বস্তা চাল পাওয়া গেছে। তালিকাভুক্ত দরিদ্র মানুষ চাল ক্রয় থেকে বঞ্চিত হয়েছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন খাদ্য কর্মকর্তা।
উল্লেখ্য, করোনার কালে সহায়তা হিসেবে সরকার খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) চালের দাম কমিয়ে ১০ টাকা করে। এই চাল তালিকা করে হতদরিদ্রদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দ্বন্দ্বের জেরে পচে গেল দরিদ্রদের সহায়তার ১০ টাকা কেজি দরের চাল। গতকাল রোববার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান উপজেলার রাধানগর বাজারের একটি বন্ধ দোকান থেকে ছয় বস্তা পচা চাল উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইফুল মণ্ডল ওই ইউনিয়নের তালিকাভুক্ত ডিলার। তিনি রাধানগর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পরেশ চন্দ্র রাউতের ঘর ভাড়া নিয়ে ১০ টাকা কেজি দরের চাল বিক্রয় করছিলেন। কিন্তু ঘর ভাড়া নিয়ে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হলে গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে পরেশ রাউত ঘরে তালা ঝুলিয়ে দেন। তখন ঘরে প্রতিটি ৫০ কেজি ওজনের ছয় বস্তা চাল পড়ে ছিল। নয় মাস সেভাবেই থাকে। এতে চালগুলো পচে নষ্ট হয়ে গেছে। বঞ্চিত হয়েছেন অতি দরিদ্র মানুষেরা। স্থানীয় অনেকেই এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিলার যুবলীগ নেতা সাইফুল মণ্ডল বলেন, রাজনৈতিক ভাবে আমাকে বিপদে ফেলার জন্য ঘরে তালা মেরে দেওয়া হয়েছে। তবে বন্ধ ঘরে থাকা সমপরিমাণ চাল বাজার থেকে কিনে করে বিতরণ করেছি। কাউকে বঞ্চিত করা হয়নি।
অন্যদিকে ঘর মালিক আওয়ামী লীগ নেতা পরেশ রাউত অভিযোগ অস্বীকার করে বলেন, এই ডিলারের বিরুদ্ধে চাল বিতরণে আরও অনেক অনিয়মের অভিযোগ আছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সেসব অভিযোগ লিখিত আকারে জানানো হয়েছে। অবিলম্বে তার ডিলারশিপ বাতিল করা দরকার।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে পচে যাওয়া ছয় বস্তা চাল পাওয়া গেছে। তালিকাভুক্ত দরিদ্র মানুষ চাল ক্রয় থেকে বঞ্চিত হয়েছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন খাদ্য কর্মকর্তা।
উল্লেখ্য, করোনার কালে সহায়তা হিসেবে সরকার খোলাবাজারে বিক্রি কর্মসূচির (ওএমএস) চালের দাম কমিয়ে ১০ টাকা করে। এই চাল তালিকা করে হতদরিদ্রদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫