Ajker Patrika

মহেশপুরে ইজি বাইক চালককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুরে ইজি বাইক চালককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজি বাইক চালককে পিটিয়ে হত্যা করেছে অপর ইজি বাইক চালক। আজ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কেশবপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান উপজেলার চাপাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘটনায় জড়িত অপর ইজিবাইক চালক খালিদ হাসানকে আটক করতে পারেনি পুলিশ। খালিদের বাড়িও পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে।

জানা যায়, সন্ধ্যায় জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা হয়ে ইজি বাইকযোগে বাড়ি ফিরছিল হাফিজুর। পথিমধ্যে কেশবপুর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালিদ হাসানের ইজি বাইকের সঙ্গে তার ইজি বাইকের ধাক্কা লাগে। এঘটনায় কথা-কাটাকাটির জেরে খালিদ সঙ্গে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে হাফিজকে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মহেশপুর দত্তনগর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসে হাফিজকে মৃত অবস্থায় পেয়েছি। তবে অভিযুক্ত খালিদ পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত