Ajker Patrika

টাকার জন্য ভ্যান চালককে হত্যা করল বন্ধু

বাগেরহাট প্রতিনিধি
টাকার জন্য ভ্যান চালককে হত্যা করল বন্ধু

বাগেরহাটে মাত্র ৩৮ হাজার টাকার জন্য ভ্যানচালক বন্ধুকে হত্যা করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে। টাকা ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা করা হয় বলে বলে স্বীকার করেছেন নজরুল ইসলাম। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। 

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। এ ঘটনায় নিহত দেলোয়ার শেখ (৩২) বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের গ্রামের মরহুম ইলাল নিকারীর ছেলে। 

হত্যাকাণ্ডের ঘটনার পর গ্রেপ্তারকৃত নজরুলের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়ি ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশপুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ইকোপার্কের সামনে থেকে ভ্যানচালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধারের পর থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর ছিল। সেই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় নিজ বসতবাড়ির সামনে থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছেন দেলোয়ারের কাছে থাকা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা (লোহার তৈরি) ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নামের ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত