Ajker Patrika

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

চুয়াডাঙ্গায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের ছাত্রীরা। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। পরে জেলা প্রশাসক ওই শিক্ষকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিদ্যালয়ে ফিরে যায় শিক্ষার্থীরা। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শারমিন আক্তারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আজ মঙ্গলবার থেকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

অভিযুক্ত শিক্ষক হলেন—সহকারী শিক্ষক শাকিল আরাফাত (৩৫)। তিনি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি পড়ান। 

এ দিকে গতকাল সোমবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার দায়ের করেছেন। এ ঘটনায় সোমবারই ওই অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শাকিল আরাফাতের কাছে তাঁর ভাড়া বাসায় প্রাইভেট পড়ত একই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী। সকালে প্রাইভেট পড়ে আসার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে অষ্টম শ্রেণির ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকাল সাড়ে ৬টার সময় যেতে বলেন। ওই ছাত্রী শিক্ষকের কথামতো সকালে তাঁর বাসায় যায়। পরে সকালে বাসায় কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী ছাত্রীকে বেড রুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। 

একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে, ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে পরিবারে গিয়ে বিষয়টি জানালে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করে। অভিযোগের পর পুলিশ ওই স্কুলশিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগকারী ছাত্রীর পক্ষে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বিকেলে শিক্ষক শাকিল আরাফাতকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত