শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ একই গ্রামের বনজীবী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে।
নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদের মোবাইল ফোনে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মুনজুর হোসেন জানান, নিহত গৃহবধূর স্বামী ইসমাইল ও প্রতিবেশী সাহেব আলী একসঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করেন। সেই সুবাদে তাঁদের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘটনার দিন রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে যান সাহেব আলী। এ সময় নিজের কুপ্রস্তাবে গৃহবধূকে রাজি করাতে ব্যর্থ হয়ে ঘরের পেছনের পুকুরপাড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলে জানান ইউপি সদস্য।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সন্দেহভাজন অভিযুক্তকে আটকের চেষ্টার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাহেব আলীর মাকে থানায় ডাকা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ একই গ্রামের বনজীবী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে।
নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদের মোবাইল ফোনে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মুনজুর হোসেন জানান, নিহত গৃহবধূর স্বামী ইসমাইল ও প্রতিবেশী সাহেব আলী একসঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করেন। সেই সুবাদে তাঁদের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘটনার দিন রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে যান সাহেব আলী। এ সময় নিজের কুপ্রস্তাবে গৃহবধূকে রাজি করাতে ব্যর্থ হয়ে ঘরের পেছনের পুকুরপাড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলে জানান ইউপি সদস্য।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সন্দেহভাজন অভিযুক্তকে আটকের চেষ্টার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাহেব আলীর মাকে থানায় ডাকা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫