Ajker Patrika

মিসড কলের সূত্র ধরে স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন 

মিসড কলের সূত্র ধরে স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন 

ভারতের দিল্লিতে সম্প্রতি অপহরণের পর এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। এর পর একটি মিসড কলের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এরই মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ১১ বছর বয়সী মেয়েটি গত ৯ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এদিন তার মায়ের মোবাইল ফোনে একটি নম্বর থেকে মিসড কল এসেছিল। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পর মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায় পরিবার। 

মেয়েটির মা জানান, ঘটনার দিন বাড়ি থেকে সকাল ৭টা ৩০ মিনিটে স্কুলে যাওয়ার জন্য বের হয় সে এবং বাসে করে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসলে এরপর পুলিশে খবর দেওয়া হয়।

এর ১২ দিন পর ওই মিসড কলের সূত্র ধরে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রোহিত ওরফে বিনোদ। তাঁর বয়স আনুমানিক ২১ বছর। তদন্তে নামার পর নম্বর ট্র্যাক করে পাঞ্জাব ও মধ্যপ্রদেশে অভিযান চালানো হয়। এরপর ২১ ফেব্রুয়ারি রোহিতকে আটক করে তাঁরা। রোহিত পুলিশের কাছে স্বীকার করে, ৯ ফেব্রুয়ারি মেয়েটিকে হত্যার পর দিল্লির ঘেব্রা মোর এলাকায় লাশ গুম করার কথা। এরপর মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার উদ্দেশ্য জানা যায়নি। হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত