Ajker Patrika

গাজীপুরে ভাড়াবাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, মা-বাবা পলাতক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ২০: ৪৩
গাজীপুরে ভাড়াবাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, মা-বাবা পলাতক

গাজীপুর সদরে একটি ভাড়াবাসা থেকে আশরাফুল আলম (৩৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসায় ভাড়া থাকতেন নিহত যুবকের মা-বাবা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তাঁরা। 

আজ রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে শনিবার রাতে সদর উপজেলার শিরিরচালা এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল আলম নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী এলাকার ওমর ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, আশরাফুল আলমের মা-বাবা গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাসাভাড়া থাকেন। আশরাফুল আলম মাদক সেবন করতেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। মাঝেমধ্যে তিনি টাকার জন্য তাঁর মা-বাবার ভাড়াবাসায় আসতেন। তিনি তাঁদের নানাভাবে বিরক্ত করতেন।

গত শুক্রবার আশরাফুল তাঁর মা-বাবার ভাড়াবাসায় আসেন। গতকাল দিনভর ওই বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গতকাল রাতে ঘরের তালা ভেঙে ভেতরে আশরাফুলের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ সময় তাঁর মা-বাবাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক বলে জানান ওসি। 

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশরাফুল আলমকে তাঁর মা-বাবা চাপাতি দিয়ে গলাকেটে হত্যা করেন। এরপর ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।

ওসি বলেন, এ ঘটনায় তাঁর অন্য স্বজনদের খোঁজা হচ্ছে। কাউকে পাওয়া গেলে মামলার বাদী করা হবে। না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত