প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে মোর্শেদা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবার পলাতক রয়েছেন।
মোর্শেদা বগুড়ার কর্ণিবাড়ী ইউনিয়নের ইন্দুরমারা চরের ছালেক আকন্দের মেয়ে। সে উপজেলার গুনারীতলা মধ্যপাড়ার জদুর মণ্ডলের ছেলে সোহাগের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা আক্তারের সঙ্গে এক মাস আগে সোহাগের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই সোহাগ পরকীয়া শুরু করেন। এ নিয়ে মোর্শেদা কিছু বললে তাঁকে প্রায় অমানবিক শারীরিক নির্যাতন চালাতো সে। তাঁকে ঠিকমতো তিনবেলা খাবার দিত না। এ নিয়ে প্রতিবেশীরা কিছু বলতে আসলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সোহাগ।
এলাকায় বখাটে হিসেবে পরিচিত সোহাগ এর আগেও একটি বিয়ে করেছিল। নির্যাতন সইতে না পেরে তাঁর আগের স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। এ অবস্থায় গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হলে মোর্শেদাকে ব্যাপক মারধর করে সে। মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর স্বামী। এরপর হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালাতে ঘরের আড়ার ওপর লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে প্রতিবেশীদের মাঝে প্রচার করা হয় মোর্শেদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মোর্শেদার মা সুন্দরী বেগম বলেন, বিয়ের পর থেকে পরকীয়ার জেরে আমার মেয়েকে প্রায় মারধর করত সোহাগ। মেয়ে বাবার বাড়ি আসলে চাইলে তাঁকে আসতে দিত না। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার সকালে থানায় অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার ও মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় ওসি বলেন, খবর পেয়ে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে হত্যার কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা বাদী হয়ে আজ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের ধরতে সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে মোর্শেদা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবার পলাতক রয়েছেন।
মোর্শেদা বগুড়ার কর্ণিবাড়ী ইউনিয়নের ইন্দুরমারা চরের ছালেক আকন্দের মেয়ে। সে উপজেলার গুনারীতলা মধ্যপাড়ার জদুর মণ্ডলের ছেলে সোহাগের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা আক্তারের সঙ্গে এক মাস আগে সোহাগের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই সোহাগ পরকীয়া শুরু করেন। এ নিয়ে মোর্শেদা কিছু বললে তাঁকে প্রায় অমানবিক শারীরিক নির্যাতন চালাতো সে। তাঁকে ঠিকমতো তিনবেলা খাবার দিত না। এ নিয়ে প্রতিবেশীরা কিছু বলতে আসলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সোহাগ।
এলাকায় বখাটে হিসেবে পরিচিত সোহাগ এর আগেও একটি বিয়ে করেছিল। নির্যাতন সইতে না পেরে তাঁর আগের স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। এ অবস্থায় গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হলে মোর্শেদাকে ব্যাপক মারধর করে সে। মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর স্বামী। এরপর হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালাতে ঘরের আড়ার ওপর লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে প্রতিবেশীদের মাঝে প্রচার করা হয় মোর্শেদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মোর্শেদার মা সুন্দরী বেগম বলেন, বিয়ের পর থেকে পরকীয়ার জেরে আমার মেয়েকে প্রায় মারধর করত সোহাগ। মেয়ে বাবার বাড়ি আসলে চাইলে তাঁকে আসতে দিত না। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার সকালে থানায় অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার ও মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় ওসি বলেন, খবর পেয়ে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে হত্যার কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা বাদী হয়ে আজ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের ধরতে সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
২ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৭ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৪ দিন আগে