Ajker Patrika

কবরস্থানের জন্য জমি লিখে দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০২
কবরস্থানের জন্য জমি লিখে দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আরশেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই দুই ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে। ঘটনার পর থেকে বড় ছেলে কবির হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫-২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা কবরস্থানের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫), তাঁর স্ত্রী রুমা (২৫), নাতি মোহাম্মদ আহাদ (২৫) আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করেন। বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে সদর থানার মামলা করবেন। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত