নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইন জুয়া এবং মানি লন্ডারিং (টাকা পাচার) প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে পুলিশকে আরও আধুনিক কৌশল অবলম্বনের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে আয়োজিত অনলাইন জুয়া ও অর্থ পাচার রোধে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মামুন। যুবসমাজকে জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা এবং অনলাইনে মানি লন্ডারিং প্রতিরোধে নতুন সব পদ্ধতি আয়ত্তের জন্য সিআইডিকে নির্দেশনা দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. খান সরফরাজ আলী। অনলাইন জুয়া এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত, ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক এবং সামাজিক সচেতনতাসহ যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয় সেমিনারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।
সভাপতির বক্তব্যে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া অনলাইন জুয়া এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও এ সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান।
সেমিনারে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, যুক্তরাজ্য থেকে সাইবার এক্সেস কন্ট্রোল বিশেষজ্ঞ ড. মামুনুর রশিদ, যুক্তরাষ্ট্র থেকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কাজী জামান ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদসহ অনেকেই নিজেদের বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
ঢাকার কর্মরত উপপুলিশ পরিদর্শক (এসআই) থেকে ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা সশরীরে এবং বাংলাদেশের অন্যান্য জেলার সিআইডির কর্মকর্তারা অনলাইনে সেমিনারে অংশগ্রহণ করেন।
অনলাইন জুয়া এবং মানি লন্ডারিং (টাকা পাচার) প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে পুলিশকে আরও আধুনিক কৌশল অবলম্বনের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে আয়োজিত অনলাইন জুয়া ও অর্থ পাচার রোধে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মামুন। যুবসমাজকে জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা এবং অনলাইনে মানি লন্ডারিং প্রতিরোধে নতুন সব পদ্ধতি আয়ত্তের জন্য সিআইডিকে নির্দেশনা দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. খান সরফরাজ আলী। অনলাইন জুয়া এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত, ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক এবং সামাজিক সচেতনতাসহ যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয় সেমিনারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।
সভাপতির বক্তব্যে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া অনলাইন জুয়া এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও এ সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান।
সেমিনারে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, যুক্তরাজ্য থেকে সাইবার এক্সেস কন্ট্রোল বিশেষজ্ঞ ড. মামুনুর রশিদ, যুক্তরাষ্ট্র থেকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কাজী জামান ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদসহ অনেকেই নিজেদের বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
ঢাকার কর্মরত উপপুলিশ পরিদর্শক (এসআই) থেকে ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা সশরীরে এবং বাংলাদেশের অন্যান্য জেলার সিআইডির কর্মকর্তারা অনলাইনে সেমিনারে অংশগ্রহণ করেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫