Ajker Patrika

সাভারে বাবা ও শিশুকে হত্যা: ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৬
সাভারে বাবা ও শিশুকে হত্যা: ২ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে বাবা ও শিশুপুত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে গতকাল রোববার রাতে আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন সিরাজগঞ্জের বাসিন্দা মো. আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের আদিল বিশ্বাস (২৪)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর আমিনবাজারের বরদেশী এলাকার রূপালী সৈকত হাউজিং থেকে ফুয়াদ ইসলাম (৫৪) ও তাঁর দেড় বছরের ছেলে আশিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। কয়েকজন সহযোগী নিয়ে আনিস সরদার ও আদিল বিশ্বাস তাঁদের হত্যার পর খামারের ভেতরেই লাশ মাটি চাপা দিয়ে রেখেছিলেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত ফুয়াদ ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপালী সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ফুয়াদ ইসলামের সঙ্গে তাঁর দেড় বছরের ছেলেও থাকত। 

এদিকে গ্রেপ্তার আসামিরা র‍্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় থেকে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলের। তাঁরা ফুয়াদ ইসলামের খামারে গরু চুক্তি চুরি করতে গিয়ে তাদের হত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত