Ajker Patrika

বাড়ির সীমানা নিয়ে বিরোধের ছোট ভাইকে হত্যার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৫: ২৭
বাড়ির সীমানা নিয়ে বিরোধের ছোট ভাইকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ছোট ভাই কোহেল উদ্দিনকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ সোমবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোহেল উদ্দিন। 

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন কোহেল উদ্দিনসহ তাঁর পরিবারের সদস্যরা। নিহতের ছেলে শাহিনুর রহমান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে মো. ইসলাম ও কোহেল উদ্দিনের সঙ্গে বাড়ির সীমানা এবং জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার সালিসে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু দ্বন্দ্বের সমাধান হয়নি। গতকাল বেলা আড়াইটার দিকে ইসলাম ও কোহেল উদ্দিন সীমানা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইসলাম ও তাঁর ছেলে হৃদয়, স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা লাঠিসোঁটা নিয়ে কোহেল উদ্দিন ও তাঁর ছেলে হৃদয়ের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেল উদ্দিন মারা যান। 

জামির্ত্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘তাঁদের জমি ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমরা একবার এলাকার লোকজনসহ বসে বিষয়টি সমাধান করেছিলাম। তবে আমরা যে সমাধান দিয়েছিলাম তা মানেনি বড় ভাই ইসলাম। এ নিয়ে প্রায়ই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগত। গতকাল দুপুর তাদের মধ্যে মারামারি হয়।’ 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত