নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেমরার আমুলিয়া মডেল টাউনের নির্জন এলাকা থেকে গত ১৩ মার্চ এবং ৩ এপ্রিল অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, নিহত দুজনের নাম মিরাজ হোসেন (২৬) ও মো. স্বপন ইসলাম। তাঁরা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। এই ঘটনায় দুটি হত্যা মামলা হয়। ডেমরা থানা-পুলিশ মামলা তদন্ত করে।
অবশেষে রাজধানীর ডেমরা এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। চক্রটি যাত্রী বেসে ব্যাটারিচালিত রিকশায় উঠে, চালককে নির্জন এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রিকশা নিয়ে পালিয়ে যায়। কখনো কখনো চালক বাধা দিলে তাঁকে হত্যা করেই রিকশা নিয়ে যায়।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তদন্ত করতে নেমে ডিবি ডেমরা এলাকায় দুটি রিকশা ছিনতাই গ্রুপের সন্ধান পায়। তাঁরা নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তবে ঢাকা এসে তাঁরা ছিনতাই করে। গত ৯ এপ্রিল রাতে ডেমরার বাশেরপুল এলাকা থেকে একটি গ্রুপের চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ছিনতাইকৃত রিকশা উদ্ধার করা হয়। তবে দুই হত্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাঁদের বিরুদ্ধে রিকশা চুরির মামলা দিয়ে কারাগারে পাঠায় ডেমরা থানা-পুলিশ।
ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি ছিনতাই গ্রুপকে গ্রেপ্তারের পর, আরেকটি গ্রুপের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন–নাঈম (২৩) ও জাহিদ (২০)। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে, হত্যা ও রিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন তাঁরা।
তিনি বলেন, গত ২ এপ্রিল রাত ১২টার দিকে একটি রিকশা নিয়ে নয়ন, নাঈম, জাহিদ ও রায়হান ছিনতাইয়ের জন্য বের হয়। তাঁরা যাত্রাবাড়ীর দিকে যায়। যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে একটি অটোরিকশাকে তাঁরা টার্গেট করে। অটোরিকশাটিকে আমুলিয়া থেকে গাড়ির যন্ত্রাংশ আনার জন্য ২০০ টাকায় আসা–যাওয়া ভাড়া করেন। রিকশায় নয়ন ও নাঈম উঠে বসে। পেছনে তাঁদের রিকশায় জাহিদ ও রায়হান বসে সামনের রিকশা অনুসরণ করতে থাকে। আমুলিয়া মডেল টাউনের নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর নয়ন রিকশা চালকের পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে ধরে। রিকশা দিয়ে দিতে বলে। তবে রিকশা দিতে রাজি হয় না চালক স্বপন। তখন নয়ন রিকশাচালককে প্রশ্ন করে, ‘রিকশা দিবি, নাকি জান দিবি?’ রিকশা চালক স্বপন বলেন, ‘জান দিলেও রিকশা দেব না।’ এরপর ইট দিয়ে স্বপনের মাথা ও মুখে আঘাত করে নয়ন। চালক স্বপন মারা যায়। এরপর ছিনতাইকারী নাঈম ও জাহিদ রিকশা নিয়ে চলে যায়। মালা মার্কেটের সেলিম গ্যারেজে নিয়ে দশ হাজার টাকায় বিক্রি করে।
একই কায়দায় চক্রটি একই জায়গায় অপর চালক মিরাজ হোসেনকেও হত্যা করে। হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নাঈম ও জাহিদ।
ডেমরার আমুলিয়া মডেল টাউনের নির্জন এলাকা থেকে গত ১৩ মার্চ এবং ৩ এপ্রিল অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, নিহত দুজনের নাম মিরাজ হোসেন (২৬) ও মো. স্বপন ইসলাম। তাঁরা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। এই ঘটনায় দুটি হত্যা মামলা হয়। ডেমরা থানা-পুলিশ মামলা তদন্ত করে।
অবশেষে রাজধানীর ডেমরা এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। চক্রটি যাত্রী বেসে ব্যাটারিচালিত রিকশায় উঠে, চালককে নির্জন এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রিকশা নিয়ে পালিয়ে যায়। কখনো কখনো চালক বাধা দিলে তাঁকে হত্যা করেই রিকশা নিয়ে যায়।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তদন্ত করতে নেমে ডিবি ডেমরা এলাকায় দুটি রিকশা ছিনতাই গ্রুপের সন্ধান পায়। তাঁরা নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তবে ঢাকা এসে তাঁরা ছিনতাই করে। গত ৯ এপ্রিল রাতে ডেমরার বাশেরপুল এলাকা থেকে একটি গ্রুপের চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ছিনতাইকৃত রিকশা উদ্ধার করা হয়। তবে দুই হত্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাঁদের বিরুদ্ধে রিকশা চুরির মামলা দিয়ে কারাগারে পাঠায় ডেমরা থানা-পুলিশ।
ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি ছিনতাই গ্রুপকে গ্রেপ্তারের পর, আরেকটি গ্রুপের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন–নাঈম (২৩) ও জাহিদ (২০)। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে, হত্যা ও রিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন তাঁরা।
তিনি বলেন, গত ২ এপ্রিল রাত ১২টার দিকে একটি রিকশা নিয়ে নয়ন, নাঈম, জাহিদ ও রায়হান ছিনতাইয়ের জন্য বের হয়। তাঁরা যাত্রাবাড়ীর দিকে যায়। যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে একটি অটোরিকশাকে তাঁরা টার্গেট করে। অটোরিকশাটিকে আমুলিয়া থেকে গাড়ির যন্ত্রাংশ আনার জন্য ২০০ টাকায় আসা–যাওয়া ভাড়া করেন। রিকশায় নয়ন ও নাঈম উঠে বসে। পেছনে তাঁদের রিকশায় জাহিদ ও রায়হান বসে সামনের রিকশা অনুসরণ করতে থাকে। আমুলিয়া মডেল টাউনের নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর নয়ন রিকশা চালকের পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে ধরে। রিকশা দিয়ে দিতে বলে। তবে রিকশা দিতে রাজি হয় না চালক স্বপন। তখন নয়ন রিকশাচালককে প্রশ্ন করে, ‘রিকশা দিবি, নাকি জান দিবি?’ রিকশা চালক স্বপন বলেন, ‘জান দিলেও রিকশা দেব না।’ এরপর ইট দিয়ে স্বপনের মাথা ও মুখে আঘাত করে নয়ন। চালক স্বপন মারা যায়। এরপর ছিনতাইকারী নাঈম ও জাহিদ রিকশা নিয়ে চলে যায়। মালা মার্কেটের সেলিম গ্যারেজে নিয়ে দশ হাজার টাকায় বিক্রি করে।
একই কায়দায় চক্রটি একই জায়গায় অপর চালক মিরাজ হোসেনকেও হত্যা করে। হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নাঈম ও জাহিদ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫