Ajker Patrika

সাংবাদিককে মারধর, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫: ৪৩
সাংবাদিককে মারধর, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাস্তা থেকে সরে যেতে একটু সময় লেগেছে। তাতেই ক্ষিপ্ত ছাত্রলীগের সাবেক এই নেতা। প্রথমে বাঁ পায়ের ওপর গাড়ি তুলে দেন। তারপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করতে যেতেই চার-পাঁচজন মিলে সন্ত্রাসীর মতো হামলা চালিয়ে আহত করেন। ভুক্তভোগী পথচারী রিশাদ হুদা। যিনি বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। আর যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ ও তাঁর সহযোগী। 

তবে মাস্তানি দেখিয়ে শেষ রক্ষা হয়নি নাজিম ও তাঁর ক্যাডার বাহিনীর। রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নাজিমসহ চারজনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। 

জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, শনিবার বিকেলে শাহবাগ এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি নাজিম আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, ঘটনার পর স্থানীয়রা শারীরিকভাবে নির্যাতনের শিকার এই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর থানায় যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত