নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে ফরিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের খামারবাড়ি থেকে সাড়ে আট কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি দাবি পুলিশের।
আজ রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।
এর আগে গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে। তবে অভিযুক্ত ফরিদুল দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফরিদুল ইসলাম ওই মহল্লার আজিজুল হকের ছেলে ও তিনি খামারবাড়ির মালিক। ওই বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ি মহল্লার আতাউর রহমানের ছেলে সোহেল রানাকে পলাতক আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম চোরা পথে ভারত থেকে হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে ঢুকিয়ে খামারবাড়িতে বালুর স্তূপের মধ্যে মজুত রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেয়াল টপকিয়ে পালিয়ে যান। অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম ৮ কোটি ৪০ লাখ টাকা।
পুলিশ সুপার আরও বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
রাজশাহীর গোদাগাড়ীতে ফরিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের খামারবাড়ি থেকে সাড়ে আট কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি দাবি পুলিশের।
আজ রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।
এর আগে গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে। তবে অভিযুক্ত ফরিদুল দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফরিদুল ইসলাম ওই মহল্লার আজিজুল হকের ছেলে ও তিনি খামারবাড়ির মালিক। ওই বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ি মহল্লার আতাউর রহমানের ছেলে সোহেল রানাকে পলাতক আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম চোরা পথে ভারত থেকে হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে ঢুকিয়ে খামারবাড়িতে বালুর স্তূপের মধ্যে মজুত রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেয়াল টপকিয়ে পালিয়ে যান। অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম ৮ কোটি ৪০ লাখ টাকা।
পুলিশ সুপার আরও বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫