Ajker Patrika

‘ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে দিয়েছিলেন তিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ২৫
‘ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে দিয়েছিলেন তিনি’

যৌতুকের দাবিতে গরম তেল ঢেলে স্ত্রীকে ঝলসে দেওয়া এবং কাচের প্লেট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতের নাম জিয়াউল ইসলাম (৪৫)। গতকাল মঙ্গলবার র‍্যাব-৮ ও র‍্যাব-২-এর যৌথ অভিযানে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম। তিনি জানান, জিয়াউল ইসলামের বাবা মৃত নেয়ামত উল ইসলাম। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা।

এএসপি শিহাব করিম বলেন, গ্রেপ্তার জিয়াউল ইসলাম তাঁর স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার দিন রাতে জিয়াউল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রীর যৌতুক নিয়ে কথা-কাটাকাটি হয়। রাতের কথা-কাটাকাটির জেরে ভোরে তেল গরম করে তাঁর ঘুমন্ত স্ত্রীর শরীরে ঢেলে দেন জিয়াউল। এতে তাঁর শরীরের অনেকাংশ ঝলসে যায়। ভুক্তভোগী নারী দ্রুত ওয়াশরুমে গিয়ে শরীরে পানি ঢালতে গেলে জিয়াউল একটি কাচের প্লেট দিয়ে পেছন থেকে মাথায় আঘাত করেন। এতে কাচের প্লেট ভেঙে গিয়ে কাচের টুকরো ভিকটিমের মাথায় ঢুকে যায় এবং মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। তখন ভিকটিমের চিৎকার শুনে বাড়ির মালিক ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

পরে ভিকটিমের ভাই বাদী হয়ে জিয়াউল ইসলামের বিরুদ্ধে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

র‍্যাব জানায়, মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন জিয়াউল। ৯ মাস হাজতে থাকার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে আত্মগোপন করেন তিনি। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে মো. জিয়াউল ইসলামের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এএসপি শিহাব করিম আরও বলেন, জিয়াউল পরোয়ানা ইস্যু জারির পর থেকে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে র‍্যাব-২ ও র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সাত বছর পলাতক থাকার পর পিরোজপুর জেলার নেছারাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জিয়াউল। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত