Ajker Patrika

রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে একযাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর নবাবপুরের একটি ইলেকট্রনিকসের দোকানে কাজ করতেন ডেমরার ইরফান (৪৮)। কর্মস্থলে যাওয়া জন্য বাসে উঠেছিলেন তিনি। বাসটি নবাবপুরে পৌঁছার আগে ভাড়া নিয়ে সহকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে চলন্ত গাড়ি থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই সহকারী। গুরুতর অবস্থায় ইরফানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর খবর পেয়ে ঢামেকে ছুটে আসেন ইরফানের স্বজনেরা। তাঁর বড় ভাই রায়হান জানান, নাবাবপুর নিজের কর্মস্থলে যাওয়ার পথে বাসের সহকারীর সঙ্গে কথা-কাটাকাটি হলে তাঁকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে ইরফান ছিলেন তৃতীয়। তাঁর স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। 

ইরফানের সহকর্মী আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘নবাবপুরে কর্মস্থলে আসার পথে গ্রীনবাংলা বাসের সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে ইরফানের তর্ক হয়। একপর্যায়ে বাসের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইরফান মারা যান।’ 

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, ‘গ্রীনবাংলা বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। বাসের সহকারী মোজাম্মেলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ 

ওসি আরও বলেন, ‘ইরফানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রীনবাংলা বাস থেকে জয়কালী মন্দির মোড়ে এলে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে বাসের সহকারী মোজাম্মেল তাঁকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত