Ajker Patrika

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে মাটি ভরাটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারীরা ফেসবুকে ঘটনাটি ‘গণপিটুনি’ বলে চালানোর চেষ্টা করেন।

আজ শনিবার সকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আড়াইগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মিজানুর রহমান উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে মোবাইলে মাটি ভরাটের কাজের কথা বলে বাড়ি এসে টালাবহ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম তাঁকে ডেকে নিয়ে যান। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে আনোয়ার হোসেনসহ ১৫-১৬ জন তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রাম দা রেখে ফেসবুকে প্রচার করেন। এলাকাবাসী আড়াইগঞ্জ বাজারে গণধোলাই দিয়ে সন্ত্রাসীর হাত-পা ভেঙে দিয়েছে বলে প্রচার চালান।

নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, ‘আমার স্বামী বাসায় ছিল। এ সময় নুরুল ইসলাম এসে বলল মাটি ভরাট করতে হবে চলেন। এরপর বাসা থেকে বাজারে নিয়ে সবাই মিলে একসঙ্গে পিটাইছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত