কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মাটি ভরাটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারীরা ফেসবুকে ঘটনাটি ‘গণপিটুনি’ বলে চালানোর চেষ্টা করেন।
আজ শনিবার সকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আড়াইগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মিজানুর রহমান উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে মোবাইলে মাটি ভরাটের কাজের কথা বলে বাড়ি এসে টালাবহ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম তাঁকে ডেকে নিয়ে যান। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে আনোয়ার হোসেনসহ ১৫-১৬ জন তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রাম দা রেখে ফেসবুকে প্রচার করেন। এলাকাবাসী আড়াইগঞ্জ বাজারে গণধোলাই দিয়ে সন্ত্রাসীর হাত-পা ভেঙে দিয়েছে বলে প্রচার চালান।
নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, ‘আমার স্বামী বাসায় ছিল। এ সময় নুরুল ইসলাম এসে বলল মাটি ভরাট করতে হবে চলেন। এরপর বাসা থেকে বাজারে নিয়ে সবাই মিলে একসঙ্গে পিটাইছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করার চেষ্টা চলছে।’
গাজীপুরের কালিয়াকৈরে মাটি ভরাটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে হামলাকারীরা ফেসবুকে ঘটনাটি ‘গণপিটুনি’ বলে চালানোর চেষ্টা করেন।
আজ শনিবার সকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আড়াইগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মিজানুর রহমান উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে মোবাইলে মাটি ভরাটের কাজের কথা বলে বাড়ি এসে টালাবহ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম তাঁকে ডেকে নিয়ে যান। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে আনোয়ার হোসেনসহ ১৫-১৬ জন তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রাম দা রেখে ফেসবুকে প্রচার করেন। এলাকাবাসী আড়াইগঞ্জ বাজারে গণধোলাই দিয়ে সন্ত্রাসীর হাত-পা ভেঙে দিয়েছে বলে প্রচার চালান।
নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, ‘আমার স্বামী বাসায় ছিল। এ সময় নুরুল ইসলাম এসে বলল মাটি ভরাট করতে হবে চলেন। এরপর বাসা থেকে বাজারে নিয়ে সবাই মিলে একসঙ্গে পিটাইছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করার চেষ্টা চলছে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫