Ajker Patrika

মাদারীপুরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪২
মাদারীপুরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবর রহমান খানকে (৬৭) কুপিয়েছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের ২ নম্বর শকুনি এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে। 

স্থানীয়, পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে, পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খান শহরের কলেজ রোড এলাকা থেকে হেঁটে ২ নম্বর শকুনি এলাকার বাসায় ফিরছিলেন। বাসার কাছে আসতেই একদল মুখোশধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে মজিবর রহমান খানকে জখম করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাম না প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, ২০২১ সালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খান ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের সঙ্গে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে পেয়ারপুর ইউনিয়নে হত্যার ঘটনাসহ একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আহত মজিবর রহমান খানের ভাতিজা সজল খান বলেন, ‘বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার এ ঘটনা ঘটিয়েছেন। তিনি ও তাঁর সস্ত্রাসী বাহিনী আমার চাচাকে কুপিয়ে জখম করেছে। আমরা এই হামলার বিচার চাই।’ 

অভিযুক্ত পেয়ারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি জড়িত না। রাজনীতির কারণে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমার নামে মিথ্যা অভিযোগ। আশা করছি তদন্ত করলেই আসল অপরাধী বের হয়ে আসবে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুলিশ এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। আশা করছি অপরাধীরা দ্রুত ধরা পড়বে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত