নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মশা নিধনের ওষুধ (অ্যাডাল্টিসাইড) সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে না দিয়ে দোকানে বিক্রি করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কয়েকজন কর্মী। এই অপরাধে ডিএসএসির দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত চার মশক কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। চুরি করা সেসব কীটনাশক কেনা দোকান মালিকের বিরুদ্ধেও যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছে সিটি করপোরেশন।
কর্মচ্যুতরা হলেন–ডিএসসিসির অঞ্চল-৫–এর ৫০ নং ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশক কর্মী উজ্জ্বল সিদ্দিকী, সুজন মিয়া, হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিশিয়াল আদেশে আজ সোমবার তাঁদের কর্মচ্যুত করা হয়। আদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, গত ৯ জুন অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমে ব্যবহারের জন্য ৭,৪৫, ৪৬,৫০, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার তাঁর প্রতিনিধির কাছে ছয় ড্রাম কীটনাশক সরবরাহ করেন। নিয়মানুযায়ী সেসব কীটনাশক কাউন্সিলর দপ্তরে পৌঁছানোর কথা। কিন্তু সেখানে না পাঠিয়ে তাঁরা ‘মেসার্স ভাই ভাই এজেন্সী’ নামের খুচরা জ্বালানি তেল বিক্রেতার কাছে বেচে দেন।
ঘটনা জানার পর ডিএসসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেই দোকানের গোডাউন থেকে ২০০ লিটারের দুটি ড্রাম, ৩০ লিটারের ৮টি ও ২০ লিটারের একটি গ্যালনসহ সর্বমোট ৬৬০ লিটার কীটনাশক জব্দ করেন।
এরপর ডিএসসিসি কর্তৃপক্ষ সেই গোডাউন সিলগালা করে দেয়। সেই সঙ্গে করপোরেশনের মশক সুপারভাইজার মনিরুল ইসলাম বাদী হয়ে চুরি করা কীটনাশক কেনা দোকান মালিক আব্দুল মজিদ সিকদারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।
ঢাকা: মশা নিধনের ওষুধ (অ্যাডাল্টিসাইড) সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে না দিয়ে দোকানে বিক্রি করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কয়েকজন কর্মী। এই অপরাধে ডিএসএসির দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত চার মশক কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। চুরি করা সেসব কীটনাশক কেনা দোকান মালিকের বিরুদ্ধেও যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছে সিটি করপোরেশন।
কর্মচ্যুতরা হলেন–ডিএসসিসির অঞ্চল-৫–এর ৫০ নং ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশক কর্মী উজ্জ্বল সিদ্দিকী, সুজন মিয়া, হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিশিয়াল আদেশে আজ সোমবার তাঁদের কর্মচ্যুত করা হয়। আদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, গত ৯ জুন অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমে ব্যবহারের জন্য ৭,৪৫, ৪৬,৫০, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার তাঁর প্রতিনিধির কাছে ছয় ড্রাম কীটনাশক সরবরাহ করেন। নিয়মানুযায়ী সেসব কীটনাশক কাউন্সিলর দপ্তরে পৌঁছানোর কথা। কিন্তু সেখানে না পাঠিয়ে তাঁরা ‘মেসার্স ভাই ভাই এজেন্সী’ নামের খুচরা জ্বালানি তেল বিক্রেতার কাছে বেচে দেন।
ঘটনা জানার পর ডিএসসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেই দোকানের গোডাউন থেকে ২০০ লিটারের দুটি ড্রাম, ৩০ লিটারের ৮টি ও ২০ লিটারের একটি গ্যালনসহ সর্বমোট ৬৬০ লিটার কীটনাশক জব্দ করেন।
এরপর ডিএসসিসি কর্তৃপক্ষ সেই গোডাউন সিলগালা করে দেয়। সেই সঙ্গে করপোরেশনের মশক সুপারভাইজার মনিরুল ইসলাম বাদী হয়ে চুরি করা কীটনাশক কেনা দোকান মালিক আব্দুল মজিদ সিকদারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫