Ajker Patrika

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবার কিনতে বের হয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টায় উপজেলার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল কাইয়ুম একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা হিমেল নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, সকাল পৌনে ৭টার দিকে সকালের নাশতা কিনতে বাসা থেকে বের হয় কাইয়ুম। কিছু সময় পর বাসায় খবর আসে কাইয়ুম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল না। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা একটি দামি মোবাইল খোয়া যায়। 

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এতে বোঝা যায় ঘাতকের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে তাঁর। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কে বা কারা হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। স্থানীয়দের দ্বারা আটক যুবক হিমেলকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত