Ajker Patrika

নড়িয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলা, আহত ৭

প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর) 
আপডেট : ০২ জুলাই ২০২১, ২০: ৫৯
নড়িয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলা, আহত ৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদি হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহেল অভিসহ আরও পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়ার পাচক গ্রামে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে প্রকল্পের কাজ পরিদর্শন করতে পিআইও, উপসহকারী প্রকৌশলী ও সুপারভাইজার প্রকল্প এলাকায় যান। পরিদর্শনের একপর্যায়ে ১২টার দিকে তাঁদের ওপর হামলা চালায় এলাকার ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল। হামলাকারীদের লাঠির আঘাতে পিআইও মো. আহাদি হোসেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা উপসহকারী প্রকৌশলী সোহেল অভি ও প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিক সরদার মো. রাসেলসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সূত্র আরও জানায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাথায় ক্ষত সৃষ্টি হওয়ায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন খোকন ছৈয়াল, বোরহান গোরাপী, সোহেল রানা তালুকদার, লিটন গোরাপী ও আব্দুর রব ব্যাপারী। 
 
নড়িয়া থানার ওসি অবনী শংকর কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, `সরকারি কাজ বাস্তবায়নকালে সরকারি কর্মকর্তার ওপর এ হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এরই মধ্যে মামলার প্রস্তুতি নিয়েছি। মামলা করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত