শান্তদের পরিকল্পনায় ব্যাঘাত
সিলেট টেস্ট যত ঘনিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। চিন্তা প্রতিপক্ষকে নিয়ে সেভাবে নয়, তাদের ভাবাচ্ছে আবহাওয়া। প্রখর রোদে কদিন প্রস্তুতি নেওয়ার পর এখন আবার আবহাওয়ার রং বদলেছে। মেঘ, বৃষ্টি, বৈশাখী হাওয়া—সব মিলিয়ে সিলেট টেস্টের কৌশল নিয়েও যেন নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম...