Ajker Patrika

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৬: ২৩
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে নূরনবী বকুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারীবাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। 

নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নূরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমি থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ (৬০), আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা। এতে বাধা দেন নূরনবীরা। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরনবীকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন। পরে আশপাশের লোকজন নূরনবীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই আফজাল হোসেন সবুজ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই জমি প্রতিপক্ষরা দখল করে আসছিল। সকালে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন জোর করে বাগান থেকে সুপারি পাড়ছিলেন। এ খবর পেয়ে নূরনবীসহ লোকজন বাধা দিলে আবদুর রউফের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে বড় ভাইকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’ 

অন্যদিকে অভিযুক্ত আবদুর রউফ জানান, তাঁদের জমি থেকে সুপারি পাড়তে গেলে নূরনবী বকুল বাধা দেন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে হত্যার সঙ্গে তাঁরা জড়িত নন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত