Ajker Patrika

ফেনীতে ১৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
ফেনীতে ১৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীর লালপুলে অভিযান চালিয়ে ৩ হাজার ২২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মীর আহাম্মদকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মীর আহাম্মদ টেকনাফের তুলাতুলি হোয়াইকং গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল বাজারের হক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এ সময় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মীর আহাম্মদকে গ্রেপ্তার করে।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদ ও শরীরে তল্লাশি চালিয়ে পাঞ্জাবির পকেট থেকে ১৬টি প্যাকেটে মোট ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

ফেনীর র‌্যাব-৭ এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা কিনে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছেন।

উপপরিচালক আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত