Ajker Patrika

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমিরসহ ৩ নেতা জেলহাজতে

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ৪৪
লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমিরসহ ৩ নেতা জেলহাজতে

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বর্তমানে নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ ও সাবেক জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনের নামে মামলা দায়ের করে পুলিশ। আজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে তাঁরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, এটি একটি সাজানো মামলা। এ মামলায় হাইকোর্ট থেকে তাঁরা চার সপ্তাহের জামিনে ছিলেন। তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত