Ajker Patrika

গরম ছুরি দিয়ে শিশু নির্যাতন, গ্রেপ্তার সৎ মা ও নানি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গরম ছুরি দিয়ে শিশু নির্যাতন, গ্রেপ্তার সৎ মা ও নানি 

চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় ৮ বছরের এক মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে সৎ মা ও নানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই শিশুর নাম তাকওয়া ইসলাম ইভা এবং সে ওই এলাকার মো. ইকবালের মেয়ে। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, সৎ মা সালেহা বেগম (৩৬) ও সৎ নানি কমলা বেগম (৫২)। তাঁদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুটির দাদি সাগরিকা বেগম (৫৪)। 

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ইভার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার বাবা ইকবাল। সৎ মায়ের ঘরে বহুদিন ধরেই নির্যাতনের শিকার হয়ে আসছিল সে। ইভা প্রায় সময় মাদ্রাসায় থাকলেও ইদের দুদিন আগ থেকে বাবা ও সৎ মায়ের বাসায় থাকা শুরু করে। গত ২৪ জুন তারিখে বাবা বাসায় না থাকায় শিশু ইভাকে ময়লা ফেলতে পাঠান তাঁর সৎ মা। এ সময় ইভা বাসায় আসতে কিছুটা দেরি করলে আগুনে ছুরি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় তার সৎ মা ও নানি। 

ইভার নানি সাগরিকা জানান, ঘটনার প্রায় এক সপ্তাহ পরে স্বজন ও প্রতিবেশী সূত্রে বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে গতকাল শুক্রবার (২ জুলাই) রাতে থানায় মামলা করেন তিনি। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, `প্রাথমিকভাবে শিশুটির সৎ মা ও নানি স্বীকার করেছে যে গরম ছুরি দিয়ে তাঁরা শিশুটির হাতের ও পিঠের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছেন। পরে আহত শিশুটিকে কোন চিকিৎসা না দিয়ে আটকে রাখেন তাঁরা। মামলার পরপরই তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছি আমরা।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত