Ajker Patrika

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ 

নিখোঁজের চার দিনের মাথায় লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকার ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত অটোচালক ফজলুল করীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত দরবেশ মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফজলুল করীম ডেটল কিনতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। 

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ডোবার আশপাশে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে অটোরিকশা চালক ফজলুল করীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ডোবায় লাশ পড়ে থাকার খবরে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেনসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ফজলুল করীমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহিত করে আটক অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত