Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৮ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ০৭
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৮ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের দাবি, আটক তাহের ও মঞ্জু দুটি ডাকাত দলের প্রধান। এ সময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও দুটি দেশীয় টিপ ছুরি উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার উসমান গনির ছেলে রবিউল আলম (৩৫), সমিতিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩৫), বাদশাঘোনার কাশেমের ছেলে ওসমান (৩২), নতুন বাহারছড়া এলাকার মনির আহমদের ছেলে মঞ্জুর আলম (৩০), বৈদ্যঘোনা এলাকার মো. বকরের ছেলে মো. তাহের (৩৫), শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে নবী হোসেন (২৭), টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. বদুর ছেলে মো. জোবায়ের (৩৫) ও মহেশখালীর ধলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)।

মো. আবু সালাম চৌধুরী আজকের পত্রিকাকে জানান, সমুদ্রসৈকতের ঝাউবনের ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটজনকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত