Ajker Patrika

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, লক্ষ্মীপুর
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০: ৪৮
লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে।

রাত সাড়ে ১২টার দিকে মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় চর রমণী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষার কারণে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। ওই সড়ক তৌহিদ, মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে মেরামত করাচ্ছেন। এ জন্য ওই সড়কে চলাচল করা সব ধরনের যানবাহন থেকে ১০০ টাকা করে চাঁদা তুলতে থাকেন তাঁরা। গতকাল বিকেলে সফিক ও মিন্টু নামে দুজন যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুজনের কাছে ২০০ টাকা চাঁদা চাইলে তাঁরা ১০০ টাকা দেন।

পরে সন্ধ্যায় সেই রিকশাচালক বাড়ি ফেরার পথে তাঁরা আবারও সফিককে আটকিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তৌহিদ, মমিনসহ ৭-৮ জন যুবক তাঁকে মারধর করেন। পরে তিনি বাড়ি ফিরলে কয়েকবার বমি করে মারা যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে মিমতানুর রহমান বলেন, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে রিকশাচালক সফিক মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত