Ajker Patrika

রায়পুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩: ০৬
রায়পুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন মৃধার (৪৫) বিরুদ্ধে। 

আজ রোববার দুপুরে ৯ জনকে আসামি করে নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০) বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাটে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. সাইফুল আলম মৃধা (৬০)। তিনি ওই কবিরহাটের মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। নিহত সাইফুল ঢাকায় ব্যবসা করতেন। 

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুলের ছোট ভাই দেলোয়ারের সঙ্গে বিরোধ চলছিল। নারিকেলগাছ নিয়ে গতকাল কয়েক দফা দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। বিকেলে আসরের নামাজ পড়ে গাছের কাছে যান সাইফুল। এ সময় দেলোয়ার, তাঁর স্ত্রী নাজমুন নাহার (৩৫), শ্যালক আবু ছিদ্দিক রিপন (৪৮), সহযোগী আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেনসহ (৩০) প্রায় ১০-১২ জন হামলা চালায়। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পারে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের কারও বক্তব্য জানা যায়নি। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন বলেন, ‘মামলা দায়েরের পর মিসু আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত