Ajker Patrika

ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় কিশোর গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৩
ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তী ঠাকুরের ছেলে। প্রায় ১৫ বছর আগে নাটঘর মন্দিরের দায়িত্ব পান তিনি। তাই খোকন চক্রবর্তী পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দিয়েছিল নাটঘর গ্রামের মুসলিম পরিবারের সন্তান মো. তুষার। স্ট্যাটাস হলো, ‘তুমি নামাজ পড়া শুরু করো, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশা আল্লাহ’। এই পোস্টের মন্তব্যে নামাজ ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী। গতকাল সকালে বিষয়টি নিয়ে গ্রামের লোকজন প্রতিবাদ ও প্রশাসনকে অবগত করে। পরে অভি চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘অভি চক্রবর্তী ফেসবুকে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছে। তাই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত